Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুক্তিযোদ্ধা জিয়া কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে নবীগঞ্জে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

dav

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা জিয়া কলেজের নাম পরিবর্তনের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে নবীগঞ্জ শহরের দলের অস্থায়ী কার্যালয়ে নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে ও পৌর ছাত্রদল নেতা কপিল আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মজিদুল করিম মজিদ, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মোশাহিদ আলম মুরাদ, পৌর বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ সুমন, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম জুনেদ, ছাদির আহমেদ, আল-আমিন চৌধুরী, ফরহাদ আহমেদ, ছাব্বির আহমেদ আল-আমিন, মোঃ কাজল মিয়া, জসীম উদ্দিন, সোহেদ মিয়া, জুলন মিয়া, ফরহাদ হোসেন বাবু, সুমন আহমেদ, রাহেল আহমেদ মাহফুজ, ছালেহ আহমেদ, শিপন আহমেদ, জামিল আহমেদ, সবুজ মিয়া, হুমায়ুন রশিদ, আব্দুল আলীম, কামাল আহমেদ, জাসেদ মিয়া, সাইফুর রহমান বাবু, রুবেল আহমেদ, তারেক মিয়া, কাশেম মিয়া, মাহফুজ চৌধুরী, বশির আহমেদ তুষার, প্লাবন মিয়া, লিটন আহমেদ, কালাম মিয়া, ওয়াকিল মিয়া, শোভন আহমেদ, মোঃ আলাল মিয়া, নাবিদ মিয়া, ওয়াতির মিয়া, আমির হামজা, মোঃ পিয়াস মিয়া, অন্তর আহমেদ, নাছির আহমেদ, সাইদুর আহমেদ, তন্ময়, ঝিনুক, সালমান আহমেদ প্রমুখ। বক্তারা ফ্যাসিবাদী সরকারের এ রকম সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান এবং চিকিৎসা জনিত কারনে লন্ডনে অবস্থানরত বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।