Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ভুল চিকিৎসায় গাভির মৃত্যু প্রাণি সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার ভুল চিকিৎসায় এক খামারির গাভি মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলার দত্তগ্রামের খামারের মালিক মাহমুদ ইকবাল এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন।
অভিযোগে মাহমুদ ইকবাল উল্লেখ করেন, তিনি সম্প্রতি অভাব অনটন সামাল দিতে গাভির খামার স্থাপন করেন। কিছুদিন পূর্বে তিনি উন্নত জাতের দুটি গাভি পাবনা থেকে আমদানি করেন। ওই গাভিগুলি অনেক দুর থেকে আনতে জ্বর দেখা দেয়। এ অবস্থায় তিনি গাভিগুলোকে তিনি নবীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার নিকট আসেন। এ সময় প্রাণি সম্পদ কর্মকর্তা গাভি দুটিকে পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন। ওষুধ খাওয়ানোর পর গাভি দুটি প্রায় সুস্থ হতে থাকে। এর কিছু দিন পর একটি গাভীর গলা ফুলা রোগ দেখা দেয়। এর পর তিনি প্রাণি সম্পদ কর্মকর্তার পরামর্শক্রমে গাভিটিকে ওষুধ খাওয়ানো শুরু করেন। ওষুধ খাওয়ানোর পর গাভিটি মারা যায়। এ ব্যাপারে প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মতার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন গাভীর মালিক মোঃ ইকবাল মাহমুদ।