Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সিএনজি শ্রমিকদের সংঘর্ষে মেম্বারসহ আহত ২০

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সিএনজি অটোরিক্সায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে দুই দল সিএনজি অটোরিক্সা শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্যসহ ২০ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সুলতানপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ নিয়ন্ত্রন করতে পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে।
জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়নের সুলতানপুর স্ট্যান্ডে সোমবার সন্ধ্যায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে দুই সিএনজি চালকের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাদের বিষয়টি মিমাংসাও করে দেন।
এর জের ধরে গতকাল মঙ্গলবার বহরা ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের লোকজন জড়ো হয়ে অপর সিএনজি চালকের গ্রাম সুলতানপুরে হামলা চালায়। এসময় উভয় পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ১৬ রাউন্ড ফাঁকাগুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এদিকে আহত অবস্থায় ইউপি সদস্যসহ ৬ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকতাদির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।