Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় আবু জাহির এমপি’র ক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ কর্তব্য কাজে অবহেলা করায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং কর্মচারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন হবিগঞ্জ সদর লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। সোমবার সকাল ১১টায় সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তৃতাকালে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন। এ সময় এমপি আবু জাহির বলেন, মেডিকেল কলেজ ও আড়াইশ’ শয্যার হাসপাতাল হবিগঞ্জবাসীর জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনন্য উপহার। আমাদের পাশর্^বর্তী জেলাগুলোতে মেডিকেল কলেজ না থাকলেও জননেত্রী শেখ হাসিনার নিকট থেকে আপনাদের জন্য উপহার হিসাবে আমি এটি নিয়ে এসেছি।
তিনি বলেন, বর্তমান সরকার সারাদেশে সকল ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। এখন বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সেবাও বাংলাদেশে পাওয়া যায়, যে সুবিধা এর আগে দেশে ছিল না। আর এগুলো সম্ভব হয়েছে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দুরদর্শী নেতৃত্বের কারণেই। আমি এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই হবিগঞ্জের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক কাজ করে যাচ্ছি। আড়াইশ’ শয্যার হাসপাতালটি নির্মাণ হওয়ায় হবিগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। আগামীতেও আমার এই উন্নয়ন কর্মকান্ড চলমান থাকবে ইনশাল্লাহ।
এ সময় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন অবহেলার কথা তুলে ধরলে আবু জাহির এমপি ক্ষোভ প্রকাশ করে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি হবিগঞ্জের জনগণের স্বাক্ষ্য ক্ষেত্রে ব্যাপক কাজ করে যাচ্ছি। কিন্তু কর্মরতদের অবহেলার কারণে যদি কোন রোগি দুর্ভোগের শিকার হয় তাহলে কোনোভাবেই সেটা মেনে নেয়া হবে না। অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি সকল কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৮টা থেকে অফিসে হাজিরা দিয়ে সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করার নির্দেশ দেন এবং ৩ সদস্য বিশিষ্ট একটি হাসপাতাল পর্যবেক্ষণ কমিটি গঠনের নির্দেশ দেন।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুুরী, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসম সামছুর রহমান ভূইয়া, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা রফিকসহ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দ।