Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শ্রীমঙ্গলে অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান ॥ জনগণের কাছ থেকে জোর করে রাজস্ব আদায় করা যাবে না

কাউছার আহমেদ রিয়ন শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ এর নওমী মঞ্জিলে এনবিআর এর উদ্যোগে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো (এনএসডব্লিউ) এর উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, জোর করে জনগণের কাছ থেকে রাজস্ব আদায় করা যাবেনা। জনগণ রাষ্ট্রের মালিক তাদের বুঝিয়ে রাজস্ব আদায় করতে হবে। সোমবার সকালে বাংলাদেশ বোর্ড অফ রেভিনিউ (এনবিআর) ও ওয়ার্ল্ড কাস্টমস্ ওরগেনাইজেশন (ওসিও) এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, বিশ্বের অনেক দেশ এ ব্যাপারে বহুদূর এগিয়ে গেছে। তাদের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের রাজস্ব ব্যবস্থাপনায় আরো উদারিকরণের পথে এগিয়ে যেতে হবে। দেশের জনগণের থেকে আদায়কৃত রাজস্ব দেশের জনগণের জীবনমান উন্নয়নে ব্যয় হবে বলেও তিনি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন আই আর ডি’র সিনিয়র সচিব এবং এন বি আরের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান, এন বি আরের আন্তর্জাতিক বাণিজ্য ও জাতীয় রাজস্ব বোর্ডের নিরীক্ষক শাখার সদস্য খন্দকার মোঃ আমিনুল রহমান ও রাজস্ব বোর্ডের নীতি নির্ধারণী কমিটির সদস্য মোঃ লুৎফুর রহমান। এছাড়াও কাস্টমসের অন্যান্য উর্ধ্বোতন কর্মকর্তারা।