Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরের প্রধান সড়ক গর্তে ভরপুর

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়কের সাইফুর রহমান টাউন হল সড়কটি ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। দিনের পর দিন গর্তে ভরপুর এ সড়কে চলাচল করতে হচ্ছে লোকজনকে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পিচঢালাই উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় হবিগঞ্জ শহরের এসড়কে যানবাহন চলছে ধীরে ধীরে। এতে এখানে যানজট সৃষ্টি হওয়ায় যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। সড়কের একেকটি গর্ত দুই থেকে তিন ফুট জায়গা জুড়ে বিস্তৃৃত। কোথাও কোথাও এই গর্তের আকার আরও বড়। শহরে সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকলেও এখানে এসে যান চলাচল ব্যাহত হচ্ছে। গর্তের কারণে চালক ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে। এতে যানজটের সৃষ্টি হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, বৃষ্টি হলেই বৃষ্টির পানি সড়কের গর্তগুলোতে জমে থাকে। এতে সড়ক কাদাপানিতে একাকার হয়ে যায়। অনেক সময় পানির কারণে গর্ত আছে কি না, তা বোঝা যায় না। এতে অনেক সময় রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চাকা গর্তে পড়ে আটকে যায় এবং মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। এ কারণে রিকশাচালকেরা এ এলাকায় আসতে চায় না।
টমটম চালক জুয়েল মিয়া বলেন, শহরের সব জায়গায় ভাড়া যেতে সমস্যা নেই। তবে চৌধুরী বাজার এলাকায় তিনি যেতে চান না। কারণ পাঁচ মিনিটের এ সড়ক পাড়ি দিতে এখন আধা ঘণ্টা লাগে। ওই রাস্তা খানাখন্দ থাকায় সব সময়ই যানজট লেগে থাকে। ওই এলাকার বাসিন্দা সেলিম মিয়া বলেন, সড়কটি এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গাড়ি চলাচলের সময় গর্তে পড়লে গর্তের ময়লা পানি ও পাথর ছিটকে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে এসে পড়ছে।