Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনে প্রতি বছরের ন্যায় এবারও কুমারী মায়ের পূজা করা হয়েছে। বিশেষ করে দুর্গাপূজার অঙ্গরূপে এই কৃমারী পূজা করা হয়। সর্বকামনা সিদ্ধির জন্য ব্রাহ্মণ কন্যাকে কুমারী হিসেবে পূজা করা হয় দেবী দূর্গার অঙ্গরূপে। এর প্রেক্ষিতে হবিগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় অষ্টমী তিথিতে অপরাজিতা নামে পুজিত হন ৯ বছরে ব্রাহ্মণ কন্যা সুস্মীতা চক্রবর্তী। এ বারের কুমারী সিলেট সদরের বাগবাড়ী এলাকার কৃষ্ণ চক্রবর্তী ও শম্পা চক্রবর্তীর মেয়ে। সে সিলেটের জিন্দাবাজার সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেণির ছাত্রী। কুমারী পুজা দেখতে দর্শনার্থীদের ভিড়ে হিমশিম খেতে দেখা গেছে আয়োজকদের। যোগিনীতন্ত্র, দেবীপুরাণ, স্তোত্র, কবচ, সহস্ত্রনা প্রভৃতি ধর্মীয় গ্রন্থের বিধান অনুসারে পুরোহিতগণ কুমারী মায়ের পূজা করেন।
পূজার পূর্বে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। হাতে দেয়া হয় ফুল, কপালে সিদুরের তিলক এবং পায়ে আলতা। ঠিক সময়ে সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শোপচারে পূজা করা হয় কুমারী মাকে। চারদিক মুখরিত হয় শঙখ, উলুধ্বনি আর মায়ের স্তব-স্তুতিতে।
এদিকে সুষ্ঠুভাবে কুমারী পূজা সম্পন্ন করার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কঠোর পরিশ্রম করেন। ওই এলাকাকে যানজট মুক্ত রাখতেও নেয়া হয় বিশেষ ব্যবস্থা।