Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের প্রকাশনায় শারদ সংকলন ‘আনন্দময়ীর আগমনে’ এর ৬ষ্ঠ বর্ষ প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ সুস্থ সাহিত্য ও সংস্কৃতি চর্চাই পারে সমাজের কলুষতা দূর করে আলোকিত করতে। সমাজের দুরগোড়ায় সাহিত্য সংস্কৃতিকে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদ। গতকাল নবীগঞ্জ গোবিন্দ জিউর আখড়া প্রাঙ্গণে শারদ সংকলন আনন্দময়ীর আগমনে এর মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে বক্তাগণ উপরোল্লিখিত কথা বলেন। কুটিশ্বর দাশ স্মৃতি সাহিত্য পরিষদের সভাপতি রতœদীপ দাস রাজুর সভাপতিত্বে মোড়ক উন্মোচনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগ নেতা এডভোকেট সুমঙ্গল দাশ সুমন, গোবিন্দ জিউর আখড়া পূজা কমিটির সভাপতি সুবিনয় কর, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য সচিব রঙ্গলাল রায়, মিল্টন রায়, সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ, বিভূ আচার্য্য, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমেদ, সাবেক মেম্বার লিটন দাশ, আহম্মদ ঠাকুর, প্রণব দেব, কুটিশ্বর দাশ স্মৃতি পরিষদের সহ-সভাপতি অনুপ দাশ, সোহেল কান্তি পাল, প্রভাস চন্দ্র দাশ টিটু, সাধারণ সম্পাদক সুকান্ত দাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাজেশ দাশ, সাংগঠনিক সস্পাদক শংকর পাল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র দাশ পল্টু, লিকছন দাশ, শুভেন্দু দাশ, নিকু দাশ, প্রদ্যুৎ দাশ, নিউটন দাশ, প্রমুখ।