Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ কলেজ তালামীযের উদ্যোগে আশুরার তাৎপর্য বিষয়ক সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা আয়োজিত আশুরার তাৎপর্য শীর্ষক সেমিনার গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। কলেজ সভাপতি মোঃ মোজাহিদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মোঃ আব্বাছ উদ্দিন চৌধুরী ও সহ-সভাপতি মোঃ নূরুল ইসলামের যৌথ পরিচালনায় কোরান তেলাওয়াত করেন কলেজ শাখার সদস্য মোঃ মোস্তাক আহমদ, নাতে রাসূল (সা:) পরিবেশন করেন মোঃ সাইদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ তালামীযের প্রচার সম্পাদক মোঃ রিমন আহমদ। উদ্বোধনী বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আল-ইসলাহ সভাপতি মাওঃ এম. এ ছবুর, প্রধান অতিথির বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র অফিস সম্পাদক হাফিজ ফিরোজ আহমদ, জেলা তালামীযের সহ-প্রশিক্ষণ সম্পাদক মো: সাইদুর রহমান, নবীগঞ্জ উপজলা তালামীযের সহ-সভাপতি আদিল আল-জাবের, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ফয়েজ আহমদ, কলেজ সহ-সভাপতি মোঃ শামিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, কলেজ শাখার রুবেল আহমদ, আবু তাহের, ছাদ উল্লাহ, মইনুল ইসলাম, সাইফুর রহমান, তানভীর আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জালাল উদ্দিন মোঃ ধন মিয়া বলেন, শোহাদায়ে কারবালার ইতিহাস বিশ্ববাসীর জন্য শিক্ষার ইতিহাস। তিনি বলেন, তালামীয কর্মীগণ যেনও কারবালার ত্যাগ ও শিক্ষা লালন করে নিজের ব্যাক্তি জীবন থেকে সামাজিক ও রাষ্ট্রীয়  ভাবে কারবালার ইতিহাস তুলে ধরতে পারে।