Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাই উপজেলা নির্বাচনে বিএনপি ও আ’লীগের একক প্রার্থী না হওয়ায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ

আবুল কাসেম, লাখাই থেকে ॥ আসন্ন লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ ও বিএনপির একাধিক প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। একক প্রার্থী মনোনীত করতে ব্যর্থ হয়েছে বড় দুই জোট। এর ফলে উভয় দলের তৃণমূল থেকে শুরু করে থানা লেভেল পর্যন্ত সমর্থক শুভাকাংখী ও দলের সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির অনেক সমর্থক ক্ষোভ প্রকাশ করে এ প্রতিবেদককে বলেন দলীয় প্রার্র্র্র্থীদের মাঝে সামান্যতম মমত্ববোধের অভাবে একে অপরকে ছাড় দিতে পারছেন না। ফলে প্রার্থীদের এমন মনোভাবের কারনে ভবিষ্যতে দলের হয়ে কাজ করতে কর্মীদের মাঝে উৎসাহ, উদ্দিপনা কমে যেতে পারে। তবে এবার বিএনপির প্রার্র্থীরা এক হতে পারলে জয়লাভ নিশ্চিত হত এমন আলোচনাই সর্বত্র শোনা যাচ্ছে। এদিকে বিএনপি ও আ’লীগ দফায় দফায় বৈঠক, বর্ধিত সভা, ভোটিং পদ্ধতি কোন কিছুর ফলই বাস্তবে রূপ নিতে পারছেনা। সবই পণ্ড হয়ে যাচ্ছে প্রার্থীদের ব্যক্তি স্বার্থের কারনে। অনেকেই হাস্যরস করে বলাবলি করছেন“ মিল্লা-ও যেন মিল্ল না”। এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমীন চৌধুরীর সাথে আলাপকালে তিনি জানান-বিএনপি সমর্থিত ৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত দলের বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে আগামী ৬ মার্চ একক প্রার্থী রেখে অন্যান্য প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করে নিবেন বলে আমি আশাবাদী”। তবে ক্ষমতাসীন আ’লীগ সমর্থিত প্রার্থীদের শতচেষ্টা করেও একক প্রার্থী নির্ধারন করা সম্ভব হয়নি। একটি সূত্র জানায়, দলের মাঝে প্রভাব বিস্তার করায় যার যার নৌকা যার যার বৈঠা নিয়ে এবার বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছেন। উল্লেখ্য এবার লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি, আ’লীগ ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান পদে ৯জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন মনোনয়ন দাখিল করেন। এ উপজেলায় আগামী ২৩ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।