Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের বিভিন্ন দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার অষ্টমী পূজায় উপজেলার বিভিন্ন দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করা হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়, সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য, বাদল কৃষ্ণ বনিক, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাংগঠনিক সম্পাদক তনুজ রায়, প্রচার সম্পাদক পিন্টু রায়, দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর, গণসংযোগ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সলিল বরন দাশ, বাউসা ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার দাশ নেতৃবৃন্দ পূজামন্ডপ পরিদর্শনকালে  উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়ন, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়ন, ৪নং দিগলবাক ইউনিয়ন, ৫নং আউশকান্দি ইউনিয়ন, ৭নং করগাও ইউনিয়নের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ ভুপেশ চন্দ্র দাশ, দেবব্রত দাশ, সুব্রত দাশ, রঞ্জন দাশ, বিকাশ দাশ, সত্যেন্দ্র চৌধুরী, রিংকু দাশ, রথীন্দ্র চৌধুরী, সুমেশ দাশ, কৃপেশ রায় চৌধুরী, পিন্টু দাশ, ডাঃ ঝুমুর দাশ, প্রনয় দাশ, ধনঞ্জয় দাশ, রাধিকা রঞ্জন দাশ, মানিক লাল দাশ, সুভাষ দাশ, কৃষ্ণ বিশ্বাস, সমর বিশ্বাস, শশাংক তালুকদার, সবিত রঞ্জর দাশ তালুকদার, সুষেন তালুকদার, নিরঞ্জন চৌধুরী, মনমোহন দাশ, সমর চন্দ্র দাশ, ছিনু সুত্রধর, বিজন আচার্য্য, রতিশ সুত্রধর, স্বপন চন্দ্র সুত্রধর, মিহির আচার্য্য, ব্রজেন্দ্র দেবনাথ, হরিপদ দাশ, দিলু চন্দ্র দাশ প্রমূখ। শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ সুন্দর ও সুষ্টভাবে শারদীয় দুর্গাপুজা পালনের জন্য  সন্তোষ প্রকাশ করে সরকার ও প্রশাসনকে ধন্যবাদ জানান।