Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বালিখাল নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের বালিখাল নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা। গতকাল অনুষ্ঠিত মঙ্গলবার অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগীতায় জেলা বিভিন্ন স্থান থেকে ৭টি নৌকা অংশ নেয়। প্রতিযোগীতায় বাহুবলের রুয়াইলের সুশান্ত সরকার, নবীগঞ্জে কইড়ার বলরাম সরকার, বানিয়াচঙ্গ উপজেলার বাগাহাতা গ্রামের সোনারতরী ও জিলুয়ার হীরারতরী নৌকা বিজয়ী হয়। বিজয়ী ৪টি নৌকার নিয়ে আগামী শরিবার বেলা ২য় টায় ফাইনাল প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। গতকাল দুপুরে থেকে নাগুরা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নৌকার তলী এলাকায়সহ নদীর পাড়ে হাজার হাজার লোকজন ভীড় জমান। এ সময় বানিয়াচঙ্গ উপজেলার আতুকুড়া গ্রামের বাসিন্দা ইকবাল আহমেদ জানান, নৌকা বাইচ প্রতিযোগী অনেক দিন পর দেখলাম। তা দেখে খুবই ভাল লেগেছে। প্রতিযোগীতা প্রতি বছরই হওয়া দরকার। নৌকা বাইচ প্রতিযোগীতা উপলক্ষে আয়োজক কমিটির সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শরীফ উল্লাহ, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, আনোয়ার হোসেন, শাহ শওকত আরেফিন সেলিম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, ব্যবসায়ী আলাউদ্দিন, সুমন, নাসির উদ্দিন, পুকড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আফরোজ মিয়া, সাধারণ সম্পাদক শেখ আলা উদ্দিন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন-ঐহিত্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা আজ অনেকটা বিলপ্তের পথে। এলাকাবাসী ও বালিখাল বাজার নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন মাধ্যমে আবহমান গ্রাম্য বাংলার ঐতিহ্য তুলে ধরছেন। এ ধরণের প্রতিযোগীতা ভবিষ্যতে অব্যাহত রাখলে আমার পক্ষ থেকেও সহযোগীতা করা হবে।