Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভায় ‘ইনকুসিভ বাজেট ও সম্পত্তি মূল্যায়ন’ বিষয়ক প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে ‘পৌরসভার ইনকুসিভ বাজেট ও সম্পত্তি মূল্যায়ন’ বিষয়ক প্রশিক্ষণ। মিউনিসিপ্যাল গভার্নেন্স এ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট, এমজিএসপি’র সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে হবিগঞ্জ পৌর এলাকার শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনীপেশার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহন করেন। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন, হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালনার জন্য সর্বোচ্চ গুরুত্বারোপ করা হচ্ছে। ইনকুসিভ বাজেট ও সম্পত্তি মূল্যায়ন বিষয়ে প্রশিক্ষণ নাগরিকদের উন্নত সেবাদানে আরো কার্যক্রর ভূমিকা রাখবে। এই প্রশিণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সকল অংশগ্রহনকারী স্বস্ব ক্ষেত্রে তাঁর ইতিবাচক প্রয়োগ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট, এলজিএসপি’র কনসাল্টেন্ট মোঃ মাহবুবুর রহমান, কাজী ফয়সল আহমেদ ও নাজমা খাতুন। প্রশিক্ষণে পৌরসভার বাজেট প্রনয়নের মুলনীতি, পদ্ধতি ও সম্পদের ব্যবস্থাপনা সম্পর্কে বিষয়ভিত্তিক আলোচনা করা হয়। এছাড়াও এ সম্পর্কিত কর্মকান্ডে জনগনের পরামর্শ ও মতামতকে প্রাধান্য দেয়ার মধ্য দিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। এতে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম, দীলিপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা বালা পাল ও পৌর সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।