Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইনাতগঞ্জে চালক কর্তৃক যাত্রী লাঞ্ছিতের ঘটনা শালিসে নিস্পত্তি

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজার সিএনজি চালক কর্তৃক যাত্রী লাঞ্ছিত করার ঘটনা ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর ইন্সপেক্টর শামছুদ্দিন খাঁন এর মধ্যস্থতায় আপোষে নিস্পত্তি করা হয়েছে। গত সোমবার রাতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীতে ইন্সপেক্টর শামছুদ্দিন খাঁনের সভাপতিত্বে ও এসআই ধর্মজিৎ সিনহার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ, বড় ভাকৈর (পূর্ব) ইউপি চেয়ারম্যান আশিক মিয়া, দীঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাঈদ (এওলা মিয়া), ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান, বর্তমান সভাপতি আব্দুল মালিক, দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন (রব্বানী), নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন, ইউপি সদস্য খালেদ আহমদ, যুবদল নেতা আকিকুর রেজা প্রমূখ।
শেষে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমে পরবর্তীতে সিএনজি চালকদের নিয়ম নীতির মধ্যে নিয়ে আসতে লিখিতভাবে দিক নির্দেশনা দেয়া হবে। কমিটির সদস্যরা হলেন, ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ, চেয়ারম্যান আশিক মিয়া, চেয়ারম্যান আবু সাঈদ (এওলা মিয়া), ইন্সপেক্টর শামছুদ্দিন খাঁন ও পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম। পরে উভয়ের  বিরোধটি সমাধান করা হয়।