Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা যুবলীগের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে আওয়ামী লীগ সরকার

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, সকল ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। সে কারণে দেশে সকল ধর্মের লোকজন তাদের ধর্মীয় উৎসব নির্বিঘেœ ও আনন্দমুখর পরিবেশে পালন করতে পারছেন।
সোমবার দুপুরে হবিগঞ্জ আরডি হল প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী দরিদ্র লোকদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের ভয়াবহ বন্যার সব হারানো মানুষগুলোকে পুনর্বাসন করছেন জননেত্রী শেখ হাসিনা। সেই সাথে সবহারা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নির্যাতনের শিকার হয়ে মায়ানমার থেকে বিতাড়িত অশ্র“সজল রোহিঙ্গা শরনার্থীদের মাতৃস্নেহে বুকে আগলে নিয়ে সারা পৃথিবীতে তিনি মানবতার শ্রেষ্ঠ উদাহরণ সৃষ্টি করেছেন। শেখ হাসিনা আজ শোষিত বঞ্চিত ও নির্যাতিত মানুষের আশ্রয়স্থল হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শরীফ উল্লাহ, মুকুল আচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডঃ পুন্যব্রত চৌধুরী বিভু, হিন্দু-বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বরাজ রঞ্জন বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শংখ শুভ্র রায়।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা মহিলা শ্রমিক লীগ সভানেত্রী রেবা চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযূষ চক্রবর্তী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি স্বপন লাল বণিক, জেলা যুবলীগের সহ-সভাপতি যথাক্রমে স্বজল রায়, শওকত আকবর সোহেল, এস এম আব্দুর রউফ মাসুক, হাজী মোঃ সামছু, গৌতম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে সফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ, তাজ উদ্দিন আহমেদ তাজ, সম্পাদকমন্ডলীর সদস্য যথাক্রমে আব্দুল হাকিম, রুহুল আমীন সিজিল, পিন্টু আচার্য্য, বিপুল রায়, মঈন উদ্দিন চৌধুরী সুমন, মোঃ আলম, সোহেল আফজল, পৌর যুবলীগের সবুজ আহমেদ, আব্দুর রকিব রনি, ইকবাল হোসেন খান, শান্তনু দাশ অলক, ইমতিয়াজ শাওন, দেলোয়ার খান, আবুল কাশেম রুবেল, শাহ বাহার, জুয়েলুর রহমান, জসিম উদ্দিন, শিমুল প্রমুখ।