Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ধুলিয়াখাল থেকে কথিত জ্বীনের বাদশা আটক

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল থেকে কথিত জ্বীনের বাদশা শাহেদ মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। শাহেদ মিয়া উপজেলার লস্করপুর গ্রামের তাজ মাহমুদ ওরফে বাদর মিয়ার পুত্র। পুলিশ জানায়, ওই দিন রাতে ধুলিয়াখাল এলাকার এক বাড়িতে জ্বীন হাজির করার নামে আসর বসালে স্থানীয় লোকজন সদর থানায় খবর দেন।
খবর পেয়ে সদর থানার এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। রাতে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে পুলিশ।
স্থানীয় লোকজন জানান, সে নিজেকে জ্বীনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করতো। সে প্রবাসে থাকা বিভিন্ন লোকদের দেশে ফেরত এনে দিবে বলে সহজ সরল গৃহবধুদেরকে কৌশলে তাঁর ফাঁদে ফেলে। পরে সে নিজেই ওইসব গৃহবধুদের বিয়ে করে। এ বিষয়টি এলাকাবাসির নজরে এলে এলাকাবাসি তাকে গ্রাম থেকে বিতাড়িত করেন। পরে সে শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকার এক বাড়িতে আশ্রয় নিয়ে ভিজিটিং কার্ড ছাপিয়ে মানুষের সাথে প্রতারণা শুরু করে। ওই দিন রাতে ধুলিয়াখাল এলাকার এক বাড়িতে জ্বীনের আছর ছাড়াতে এসে আসর বসায়। এলাকাবাসি বিষয়টি আঁচ করতে পেরে পুলিশকে খবর দেয়।
এসআই সাহিদ বলেন, সে ৫টি বিয়ে করেছে। তার বিরুদ্ধে সদর থানায় ৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। রিমান্ডের আবেদন করা হবে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে তাঁর বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে গতকাল রবিবার আদালতে প্রেরণ করে।