Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দুর্গাপূজা উপলক্ষে নবীগঞ্জ পৌর পরিষদ ও পূজামন্ডপ নেতৃবৃন্দের সমন্বয় সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি যেন অটুট থাকে সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে। নবীগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত সবকটি পূজা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি এ সময় পৌরসভার প্রতিটি পূজামন্ডপে ৬ হাজার টাকার অনুদান কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণভাবে উদযাপন বিষয়ে নবীগঞ্জ পৌর পরিষদ ও পূজামণ্ডপগুলোর নেতৃবৃন্দের সমন্বয়ে গতকাল সকালে পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত সভায় তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নিখিল চন্দ্র আচার্য্য, সাধারণ সম্পাদক সুখেন্দু রায় বাবুল, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখার সভাপতি বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, ওয়ার্ড কাউন্সিলর মোঃ আঃ ছালাম, কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর মোঃ জাকির হোসেন, অশোকতরু দাশ, সুবিনয় কর, প্রমথ চক্রবর্ত্তী বেনু, সঞ্জয় দাশ, কর্ণমণি দাশ, সুবল চন্দ্র দেব, সাবেক মেম্বার রসময় শীল, নিতেশ চন্দ্র দাশ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম, সৈয়দা নাসিমা বেগম, উত্তম রায়, প্রণব চন্দ্র দেব, নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সেনেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, কালীপদ দেব, দীপক পাল, পিনাক পুরকায়স্থ নান্টু, মনীন্দ্র মালাকার, সুজিত পাল, আলহাজ্ব মোঃ আবু বকর, দীব্যেন্দু ধর দীপন, তপন দাশ, শুভ পাল, শংকু দাশ, নিশি সূত্রধর, জুয়েল চৌধুরী, বিমল দেব, টিংকু দাশ, সুব্রত দাশ ও শেখ আল আমিন প্রমুখ।