Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে নিয়ম-নীতির তোয়াক্কা না করে নির্মিত হচ্ছে ইটভাটা

চুনারুঘাট প্রতিনিধি ॥ পরিবেশ ও মানব দেহের জন্য হুমকিস্বরূপ ইটভাটার কালো ধোঁয়া। আইন অমান্য করে প্রভাব কাটিয়ে ইটভাটা স্থাপন করছেন সমাজের প্রভাবশালীরা। এই ধারাবাহিকতায় চুনারুঘাট উপজেলায় আইনের তোয়াক্কা না করে নির্মাণ করা হয়েছে অসংখ্য ইটভাটা। সরেজমিনে দেখা যায়, আইনের বিধি-বিধান না মেনে উপজেলার শ্রীকুটা বাজার সংলগ্ন ফসলি জমিতে ইটভাটা নির্মিত হচ্ছে। অথচ সরকারি আইন অনুযায়ী ইটভাটার এক কি.মি. এর মধ্যে কোনো আবাদি জমি ও ঘর বাড়ি থাকতে পারবে না। কিন্তু সে নিয়ম-নীতিকে উপেক্ষা করে গড়ে তোলা হচ্ছে ভাটাটি। ভাটার পাশে বাজার, আবাদি জমি, হাই স্কুলসহ অসংখ্য বাড়ি-ঘর রয়েছে। ভাটাটি নির্মিত হলে স্কুলের কোমলপ্রাণ শিক্ষার্থীসহ পরিবেশ মারাত্মক বিপর্যয়ে পড়বে। এলাকার পরিবেশ ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে এলাকার সচেতন মহল ভাটাটি বন্ধের দাবী জানান। এর প্রেক্ষিতে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা, হবিগঞ্জ জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর, ঢাকা ও সিলেটের বরাবরে লিখিত আবেদন করেন স্থানীয়রা। তার পর ভাটাটি নির্মাণের কাজ বন্ধ থাকে। কিন্তু সম্প্রতি এর নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে। কিসের বলে মালিক পুনরায় ভাটার কাজ শুরু করলেন তা এলাকার সাধারণের কাছে রহস্যজনক মনে হচ্ছে। তারা কর্তৃপক্ষের সু-নজর কামনা করছেন।
এলাকাবাসী জানান, ‘সরকারের নিয়ম-নীতি ও প্রচলিত বিধি-বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফসলি জমির উপর ও জনবসতিপূর্ণ এলাকায় এ ভাটাটি নির্মাণ করা হচ্ছে। এ ভাটাটি নির্মিত হলে এর ধোঁয়ার ছোবলে যেমন ফসলি জমির ফসল ধ্বংস হবে, ফলদ গাছে ফল আসবে না তেমনি শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে না এলাকাবাসী।