Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে সামাজিক সংগঠনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সামাজিক সংগঠন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন ও বানিয়াচং গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজও বনজ গাছ রোপন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টায় জনাব ডিগ্রি কলেজ, তুষার স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদরাসাতুল হারামাইনও শায়খ আবু নছর কোরাইশি দাখিল মাদরাসায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। বানিয়াচং গণগ্রন্থাগারের সভাপতি সাংবাদিক শিব্বির আহমদ আরজু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া বলেন গাছ আমাদের অক্সিজেন দেয়। অক্সিজেন ছাড়া কোন প্রাণী বেঁেচ থাকা সম্ভব নয়। তাই পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বেশী করে গাছ রোপন করতে হবে। গ্রন্থাগারের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াচং প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, প্রভাষক জাকারিয়া খান, বানিয়াচং সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমন, প্রভাষক মাহমুদ মিয়া, প্রভাষক টিটু রঞ্জন কর, প্রভাষক নিজাম উদ্দিন, একাত্তর বাংলা টিভির প্রতিনিধি আল আমিন খান। এ সময় অন্যানের মধ্যে উপিস্থত ছিলেন, গ্যানিংগঞ্জ বাজার নূরানী মাদরাসার পরিচালক মাওলানা আবুল কাশেম, বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর সহ-সভাপতি হাফেজ মাওলানা শাহনুর, হাফেজ মামুনুর রশীদ, হাফেজ সোহাইল আহমদ, হাফেজ আবিদুর রহমান, হাফেজ ইকবাল হোসাইন সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা।