Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিশ^ নদী দিবস খোয়াই খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে স্মারকলিপি

প্রেস বিজ্ঞপ্তি ॥ খোয়াই নদী খনন ও নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে পানি সম্পদ মন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর উদ্যোগে বিশ^ নদী দিবস উপলক্ষে গতকাল রবিবার হবিগঞ্জ জেলা প্রশাসক এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মনীষ চাকমা। স্মারকলিপিতে খোয়াই নদী খনন করে নদীর তলদেশ গড় উচ্চতা থেকে দশফুট গভীর করা, বাঁধের উভয় তীরে গড়ে উঠা অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ করা, বাঁধের দুর্বল ও ক্ষয়ে যাওয়া অংশগুলো মেরামত করা, অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত বালু এবং মাটি উত্তোলন বন্ধ করা, নদীর তীরে ফেলা বর্জ্য অপসারণ করা এবং বর্জ্য ফেলা বন্ধ করাসহ ৫টি দাবি উল্লেখ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাপা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, বাপা সহ-সভাপতি লেখক তাহমিনা বেগম গিনি, বাপা সাধারণ সম্পাদক ও  খোয়াই রিভার ওয়াটারকিপার  তোফাজ্জল সোহেল, আলাউদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম প্রমুখ।