Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শাল্লার গণমানুষের নেতা নরেশ চৌধুরী আর নেই

স্টাফ রিপোর্টার ॥ শাল্লার গণমানুষের নেতা, অগ্নিপুরুষ নরেশ চৌধুরী গত ২২শে সেপ্টেম্বর বেলা ২ঘটিকার সময় নিজ বাড়িতে পরলোক গমন করেন। প্রয়াত নরেশ চৌধুরী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার বাহাড়া (সদর) ইউপির পর পর দুইবার চেয়ারম্যান ছিলেন। ঘুঙ্গিয়ারগাঁও (সদর) বাজার কমিটির সভাপতি, স্থানীয় দূর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি সহ অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এক সময়ের বামপন্থী নেতা পরবর্তীতে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন এবং শাল্লা উপজেলার সিনিয়র সহ-সভাপতি হিসাবে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন। তিনি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ভাটি বাংলার সিংহ পুরুষ প্রাক্তন মন্ত্রী সদ্য প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের দীর্ঘদিনের একনিষ্ট রাজনৈতিক সহচর ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক বিরোধ সালিশের মাধ্যমে নিষ্পত্তি করে গেছেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রাক্তন পৌর কাউন্সিলর কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রীমন্ত রায়, মক্রমপুর ইউনিয়ন শাখার সভাপতি মাধবেন্দ্র দাশ, কমরেড বরুণ রায় স্মৃতি সংসদ হবিগঞ্জ এর যুগ্ম আহ্বায়ক আজমান আহমেদ, কনফেডারেশন অব লইয়ার্স এশিয়া এন্ড প্যাসিফিক রিজন এর এক্সিকিউটিভ মেম্বার এডঃ মুরলী ধর দাশ, উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সহ-সভাপতি আজিজুর রহমান কাউছার, মক্রমপুর ইউনিয়ন পুজা উদযাপন পরিষদের সভাপতি দিবাকর দাশ দিলু ও গণতান্ত্রিক আইনজীবী সমিতি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এডঃ রনধীর দাশ প্রমুখ নেতৃবৃন্দ।