Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিদ্যুত গ্রাহক ফোরামের মতবিনিময় সভা ॥ হবিগঞ্জ শহরে প্রি-পেইড মিটার চালুর সিদ্ধান্ত প্রতিহত করা হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিদ্যুত উন্নয়ন বোর্ডের গ্রাহকরা এমনিতেই বিদ্যুত বিভ্রাট, লো-ভোল্টেজসহ নানা সমস্যায় জর্জরিত। এ অবস্থায় পূর্বঘোষণা ছাড়া হবিগঞ্জে প্রি-পেইড মিটার চালুর হটকারী সিদ্ধান্ত কোন ভাবেই মেনে নেয়া হবে না। যে কোন মূল্যে তা প্রতিহত করা হবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে। গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে হবিগঞ্জ বিদ্যুৎ গ্রাহক ফোরামের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। পাশাপাশি হবিগঞ্জে গ্রিড সাবস্টেশন নির্মাণ, ফিডার ও ট্রান্সফরমার বৃদ্ধি, জরাজীর্ণ বৈদ্যুতিক তার পরিবর্তনসহ সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিদ্যুৎ গ্রাহক ফোরামের সভাপতি আহমেদ কবির আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা আলহাজ্ব রইছ মিয়া, বাপা সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, অ্যাডঃ পূণ্যব্রত চৌধুরী বিভু, প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ শরিফউল্লা, সৈয়দ আব্দুল ওয়াদুদ, ফোরাম সহ-সভাপতি হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন আহবায়ক মোঃ ফজলুর রহমান লেবু, দেওয়ান মোস্তাক গাজী, এএইচএম শিবলী খান, পল্লব তালুকদার, জাসদ সভাপতি অ্যাডঃ তাজ উদ্দিন সুফি, শাহ মোহাম্মদ আরজু, ব্যকস সভাপতি সামছুল হুদা, সোহেল চৌধুরী, প্রদীপ দাশ সাগর, ইকরাম চৌধুরী, হাফিজুর রহমান লিচু প্রমূখ।