Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জ উপজেলার ৩৫টি মণ্ডপে দূর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার ৫ ইউনিয়নের ২৭ টি ও পৌরসভায় ৮ টি সহ ৩৫ পূজামণ্ডপে সার্বজনীন শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি পূজামন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। একই সাথে চলছে গেইট তৈরি ও মন্ডপ সাজসজ্জার কাজ। সার্বজনীন শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সনাতন ধর্মাবলম্বী সকল পূজারী ও ভক্তবৃন্দের মাঝে বিপুল আনন্দ ও উৎসব উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাধারণ লোকেদের মাঝে আনন্দ,উৎসাহ ও উদ্দীপনার ঘাটতি নেই। প্রতিমা কারিগররা দিনরাত কাজ করে ব্যস্থ সময় কাটিয়ে ইতিমধ্যে শেষ পর্যায়ে এসেছেন। মূর্তির রংতুলির আছড়ে প্রতিমা তৈরির কাজ। আজমিরীগঞ্জ পৌর এলাকার টানবাজারের শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া, রামকৃষ্ণ মিশন, নিগমানন্দ আশ্রম সহ ৮ টি পূজামন্ডপে ব্যপক আয়োজন করা হয়েছে। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে, এ বছর দেবী নৌকায় আগমন এবং ঘোটকে গমন করবেন। প্রতিটি পূজামন্ডপে স্বেচ্ছাসেবক, আনসার সদস্যের পাশাপাশি পু্লশি প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়া হয়েছে।