Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সোহাগ হত্যাকাণ্ড ॥ ৮ দিন পর আদালতে মামলা

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে কামরুল ইসলাম সোহাগ হত্যার ঘটনার ৮ দিন পর মামলা হয়েছে। নিহতের ভাই মাহবুবুল হাসান সজীব বাদী হয়ে ২১ সেপ্টেম্বর হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল আমলি আদালত ৬-এ মামলাটি দায়ের করেন। মামলায় নোয়াপাড়া করড়া গ্রামের মামুন মিয়া (৩০)কে প্রধান আসামী করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩/৪জনকে আসামী করা হয়েছে। মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারের ব্যবসায়ী কামরুল ইসলাম সোহাগকে গত ১৪ সেপ্টেম্বর রাতে হত্যা করা হয়। মাদারগড়া গ্রামের মাদক সম্রাট হাবিবের বাড়ির পার্শ্ববর্তী স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত কামরুলের পরিবারের দাবী ঘটনার পর থানায় মামলা করতে গেলে একটি প্রভাবশালী মহল তাদেরকে ভয়ভীতি দেখায়। পরে সুবিচার চেয়ে আদালতে মামলা করা হয়। নিহতের ভাই সজীব জানান, মামলাটি বিভিন্নখাতে প্রবাহিত করতে এবং আসামীদের বাঁচাতে একটি মহল তৎপর রয়েছে। মামলা করলে আরো প্রাণহাণীর আশংকা রয়েছে এমন ভয়ভীতি দেখানো হচ্ছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান, এখনো আদালতের আদেশ পাইনি। আদালতের আদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।