Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের ব্যবসায়ী নিখোঁজের তিন দিন পর বাড়ি ফিরেছেন

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ওসমানী রোডস্থ “রং ফেবিক্স” এর সত্ত্বাধিকারী মোঃ শাহানূর রহমান ওরপে আব্দুল নূর (৩০) গত তিন ’দিন ধরে ঢাকা থেকে নিখোজঁ হওয়ার পর অবশেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরেছে। তাকে পেয়ে তার পরিবারসহ স্বজনদের মধ্যে স্বস্থি ফিরে এসেছে। তবে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় সাংবাদিকদের সাথে কথা বলা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এই টুকু নিশ্চিত হওয়া গেছে গত ২০ সেপ্টেম্বর সকালে ঢাকাস্থ হোটেল ওসমানী থেকে বের হওয়ার পর অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে শাহানুর রহমান ওরপে আব্দুল নুর। এ ঘটনায় তার পরিবারে নেমে আসে চরম আতংক, উদ্বেগ ও উৎকন্ঠা। কোথায় আছে কিভাবে আছে জানতে না পেরে চরম হতাশায় ছিলেন পরিবারের লোকজন। এ ব্যাপারে গত ২১ সেপ্টেম্বর ঢাকা ওয়ারী থানায় সাধারন ডায়েরী করা হয়। গতকাল শুক্রবার সকাল ১১ টায় তার ছোট ভাই হাফিজুর রহমানের কাছে একটি ব্যবসায়ীক ফোন থেকে কল করে জানায়, সে মুমুর্ষ অবস্থায় বায়তুল মোকারম মসজিদ এলাকায় আছে এবং তার সর্বস্ব  নিয়ে গেছে অজ্ঞান পার্টির লোকজন। তাকে বিকাশে টাকা পাটানোর জন্য বললে তার ভাই ভাই টাকা পাঠালে সে বাস যোগে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়ি ফিরে।
উল্লেখ্য, সদা হাসোজ্জল নবীগঞ্জ পৌর এলাকার চরগাওঁ গ্রামের শাহানুর রহমান ওরপে আব্দুল নুর গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ঃ ৩০ মিনিটে ব্যবসায়ীক কাজে আউশকান্দি হতে শ্যামলী পরিবহণে ঢাকা রওয়া করে। এ সময় তার পরনে ছিল হলুদ রংয়ের টি-শার্ট ও কালো রংয়ের থ্রি-কোয়ার্টার। ওই দিন বিকেল ৩:৩০ মিনিটের সময় মোবাইলে পরিবারের সাথে তার সর্বশেষ কথা হয়। সে ওই রাত্রে ঢাকা ওসমানী হোটেলে অবস্থান করে এবং পরের দিন ২০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০.০০ টায় হোটেল থেকে বের হয়। আর হোটেলে ফিরেনি। তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিল বন্ধ। শুক্রবার সকাল পৌনে ১১ টা পর্যন্ত তার কোন সন্ধ্যান না পাওয়ায় পরিবার ও আত্মীয় স্বজন সবাই উদ্বিগ্ন ও উৎতন্ঠার মধ্যে দিনাপাত করে আসছিল।