Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে সরকারী তুতিয়ার খাল দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর ও নকলার আব্দার কৃষি জমির উপর দিয়ে তুতিয়ারখাল খনন উপ প্রকল্প বন্ধের দাবীতে এক বিশাল গণমিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়ন ও সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়নের নখলার আব্দা, মাহ্তাবপুর, নিশ্চিন্তপুর, কাবিলপুর, নোয়াবাদ, কুর্শিয়ারতলা, আনোয়ারপুর, কাকুড়া কান্দি, শাহপুর, হিয়ালা, চান্দপুর, সুলতানপুর, গজারিয়াকান্দি, নোয়া পাথারিয়া, পুরান পাথারিয়ার গ্রামবাসী। গতকাল মঙ্গলবার বেলা ২টায় মক্রমপুর ইউনিয়ন থেকে মিছিলটি শুরু হয়ে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, সাবেক মেম্বার এক্রাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সমাজ সম্পাদক আফজল চৌধুরী, হাজী আব্দুল কাদির, আব্দুল আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আব্দুল আহাদ, আব্দুল কাইয়ূম, তৌহিদ মিয়া, বিল্লাল হোসেন, তাহির মিয়া প্রমুখ।
উল্লেখ্য যে, এলাকার কতিপয় প্রভাবশালী তুতিয়ারখাল খনন দখল করে নিয়েছে। যে কারণে ওই এলাকার হাজারও একর ফসলী জমির পানি সেচ ও নিষ্কাশনে তৈরী হয়েছে প্রতিবন্ধকতা। স্থানীয় সূত্র জানায়, নকলারআব্দা মৌজার তুতিয়ারখালটি কাবিলপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র হাজী কাদির মিয়ার নেতৃত্বে এলাকার একটি প্রভাবশালী ভূমিখেকো চক্র দখল করে রেখেছে। ফলে ওই এলাকার হাজারও একর ফসলী জমিতে পানি সেচ দিতে ও নিষ্কাশন করতে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় স্থানীয় কৃষকরা আশংকা করছেন, জমিতে চাষাবাদ করতে না পারার কারণে মারাত্মক ক্ষতির সম্মূখীন হবেন তারা।