Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অশোভন আচরণের দায়ে হবিগঞ্জের দুই আইনজীবির সদস্য পদ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ আইনজীবীদের সাথে সৌজন্যমুলক ও অশোভন আচরণের অভিযোগে দুই আইনজীবীর সদস্য পদ স্থগিত করা হয়েছে। গতকাল জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় অধিকাংশের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। নবীগঞ্জের আইনজীবী এডঃ আব্দুর রউফ এর সদস্যপদ ২ বছর ও চুনারুঘাটের আইনজীবী এডঃ শহীদুল ইসলামের সদস্যপদ ১ বছরের জন্য স্থগিত করা হয়। সূত্রে জানা যায়, এডঃ আব্দুর রউফের বিরুদ্ধে এডঃ নুরুল হুদা এবং এডঃ শহদিুল ইসলামের বিরুদ্ধে এডঃ আব্দুর আহাদ মীর আইনজীবী সমিতিতে অভিযোগ প্রদান করেন। অভিযোগে তাদের সাথে অশোভন ও অসৌজন্যমুলক আচরণ করেন বলে উল্লেখ করা হয়।  এ অভিযোগ নিয়ে নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গতকাল জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২৯৬ জন আইনজীবীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি এডঃ মোঃ আফিল উদ্দিন। জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডঃ মোঃ লুৎফুর রহমান তালুকদার এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এডঃ সৈয়দ আফরোজ বখত, এডঃ নুরুল আমিন, এডঃ আরিফ চৌধুরী, এডঃ ফারুকুর রহমান মহালদার, এডঃ আলাউদ্দিন তালুকদার, এডঃ তাজ উদ্দিন সুফি, এডঃ রনজিত দাস, এডঃ শাহ কুতুব উদ্দিন, এডঃ  আবুল কালাম, এডঃ এব্দুস শহীদ, এডঃ শরীফ উদ্দিন কামাল সহ ২৫ জন আইনজীবী।
সভার সিদ্ধান্ত অনুযায়ী এডঃ নুরুল হুদার সাথে অশোভন আচরণ করায় নবীগঞ্জের এডঃ আব্দুর রউফ এর সদস্যপদ ২ বছর এবং এডঃ আব্দুর আহাদ মীর এর সাথে অশোভন আচরণ করায় চুনারুঘাটের এডঃ শহীদুল ইসলামের সদস্যপদ ১ বছরের জন্য স্থগিত করা হয়।