Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ ফৌজদারি শাখার একমাত্র শৌচারগারটি ব্যবহারের অনুপযোগী

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ফৌজদারি শাখার একমাত্র শৌচারগারটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ ব্যাপারে সুইপারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আইনজীবি ও পুলিশ জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার এপিপি প্রসেনজিৎ দেব ও ননজিআরও মিলে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, ফৌজদারি কোর্টের একমাত্র শৌচাগারটি দীর্ঘদিন ধরে পরিস্কার না করায় ময়লার স্তুপে পরিণত হয়েছে। পাশে রয়েছে ডাকঘর, রেকর্ডরোম, জিআরও ননজিআও কোর্ট। এখানের কর্মচারিরা নাকে রোমাল দিয়ে কাজ করছেন। ময়লা আবর্জনা উপচে পড়ার কারণে ওই স্থান দিয়ে ব্যবহার করাতো দুরের কথা চলাফেরা করা যাচ্ছে না। অথচ ওই শৌচারগারটি পরিস্কারের জন্য জেলা প্রশাসক কার্যালয়ের ২ জন সুইপার রয়েছে। শৌচারগারটি ব্যবহার করতে না পেরে বিচারপ্রার্থীরা আদালতের আশেপাশে প্র¯্রাব ও মলত্যাগ করছেন। এতে দুগর্ন্ধ পরিবেশ ভারী হয়ে উঠছে।