Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঢাকা ও জগন্নাথ বিশ্বব্যিালয়ের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ইউসিসি হবিগঞ্জ শাখার দুই শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় স্থান করে নিয়েছে ইউসিসি হবিগঞ্জ শাখার দুই শিক্ষার্থী। এর মাঝে জুনায়েদ মিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় ৪০৫তম এবং নূরে আলম সোহাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪৪২তম স্থান অর্জন করেছে। এর বাহিরেও অপেক্ষমান তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন।
গতকাল দুপুরে ইউসিসি হবিগঞ্জ শাখার ক্যাম্পাসে দুই কৃতি শিক্ষার্থীকে শুভেচ্ছা জ্ঞাপন ও মিষ্টিমুখ করানো হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউসিসি হবিগঞ্জ শাখার পরিচালক অ্যাডঃ শাহ ফখরুজ্জামান, আবুল কালাম ও রিশাদ হাসান।
ইউসিসি হবিগঞ্জ শাখার পরিচালক আবুল কালাম জানান, প্রতি বছরই ইউসিসি হবিগঞ্জ শাখার শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। বাণিজ্য বিভাগে আসন কম এবং প্রতিযোগি বেশী। তারপরও মেধা তালিকায় দুই জনের নাম থাকা নিঃসন্দেহে কৃতিত্বেও দাবী রাখে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে প্রায় ২৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তিনি অন্যান্য অনুষদের ভর্তি পরীক্ষায়ও ভাল ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।