Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মায়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সুজনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ মায়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক-সুজন হবিগঞ্জ সদর উপজেলা। ইয়ূথ এন্ডি হাঙ্গার-হবিগঞ্জ এর সহযোগিতায় প্রধান সড়কের দুর্জয় হবিগঞ্জ -এর সামনে এ মানববন্ধন করা হয়।
সুজন হবিগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি চৌধুরী মিজবাহুল বারী লিটনের সভাপতিত্বে অনুিষ্ঠত মানববন্ধন পরিচালনায় ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট বিভাগীয় সমন্বয় আক্তার হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুজন হবিগঞ্জ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল।
মানববন্ধনে অংশ নেন-সুজন হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এ এস এম মহসিন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সুজন হবিগঞ্জ সদর উপজেলা শাখার সহ সভাপতি অ্যাডভোকেট আবুল মকসুদ, সহ সম্পাদক মঈন উদ্দিন, কায়েদ মিয়া, সদস্য রূপজ, সোহেল, শামীম, মনির, অসিত, রুবেল, জলিল, উজ্জ্বল, রুমেল, সাংবাদিক ছানু মিয়া, শাহ আলম, রোটার‌্যাক্ট ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র প্রেসিডেন্ট শেখের আমিন, শিক্ষানুরাগী আশিকুর রহমান, মনির উদ্দিন, এনজিও প্রতিনিধি কৃপেশ, ব্যবসায়ী মোশাহিদ, ইয়ূথ লিডার ওসমান গণি রুমী, তোফাজ্জল, সৌরভ, জামিল, করিম, উর্মি, মাহবুবা প্রমুখ। এ ছাড়াও মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন।
বক্তারা, রোহিঙ্গা নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান।