Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ের তুষারস্মৃতি স্কুলে মেধা পুরস্কার ও টিফিনবক্স বিতরণ

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং তুষারস্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেড়শ জন শিক্ষার্থী পেল মিডডে মিলের টিফিনবক্স। সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গণে টিফিনবক্স বিতরণ উপলক্ষে স্কুল কমিটি জাকজমকপূর্ণ মা সমাবেশের আয়োজন করে। সন্তানের পড়াশুনায় অধিক সচেতন (সেরা) মা ও স্কুলের পাঠকার্যক্রমে সেরা উপস্থিতিসহ ১৪ জন শিক্ষার্থীকে মেধা পুরষ্কার প্রদান করা হয়। স্কুল কমিটির দাবির প্রেক্ষিতে ইউএনও সন্দ্বীপ কুমার সিংহের প্রস্তাবে স্কুলের সীমানা প্রাচীর নির্মাণ করে দেয়ার ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান। অনাড়ম্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, সেক্রেটারি মাওলানা আতাউর রহমান, সাংবাদিক ফোরাম সেক্রেটারি রায়হান উদ্দিন সুমন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুকেশ কুমার চন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রক্স প্রকল্পের পরিদর্শক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কান্তি রায়, এসএসসি সহ-সভাপতি নুরুল হক, আবুল কালাম, রিনা আক্তার, মনোয়ারা বেগম, অভিভাবক রনজু দেব, ছোটন মিয়া, আবদুল গোলাপ প্রমূখ।
এদিকে স্কুল পরিচালনা কমিটির প্রেরণায় স্কুলে ছয়টি বৈদ্যুতিক সিলিং ফ্যান উপহার দিয়েছেন হৃদয়বান ব্যক্তিরা। ইনাতখানি গ্রামের বাসিন্দা বাহরাইন প্রবাসী চনু মিয়া ২টি ফ্যান দিয়েছেন। সাংবাদিক আবদুল কদ্দুছ বিশ্বাস, এসএমসি সদস্য মনোয়ারা বেগম, ঢাকায় বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান রেজা, পূর্ব আদমখানি মহল্লার রিপন দেব। তারা প্রত্যেকেই ১টি করে সিলিং ফ্যান দিয়েছেন।