Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আলমপুরে সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশত ॥ আটক ১২

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা ও হবিগঞ্জ শহরতলীর আলমপুর গ্রামে টাকা পাওনা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে মহিলা শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ ঘটনায় ১২ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়। এ সময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে স্থানীয় মুরুব্বীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, ওই গ্রামের মহিদ মিয়ার সাথে মর্তুজ আলীর পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল ওই সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় মুহিদ, নুরুজ মিয়া, সোহেল, আনু মিয়া, মাসুক মিয়া, জালাল মিয়া, মোতালিব, রাসেল, হারুন, তুহিন, জামাল, উজ্জল, আম্বর আলী, তাহের ও এবাদুর রহমানকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষের ঘটনায় বানিয়াচং থানার পরিদর্শক তদন্ত জিয়াউল হক ও এসআই ওমর ফারুক মোড়লের নেতৃত্বে হবিগঞ্জ শহর থেকে ১৭ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। রাতে এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের যাচাই বাচাই এর কাজ চলছিল।