Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পইলে এনাম স্মৃতি সংঘের উদ্যোগে নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বৃহস্পতিবার বিকেলে পইলের ধল্যার বন্দে এক নৌকা বাইচের আয়োজন করা হয়। পইলের শহীদ এনাম স্মৃতি সংঘ আয়োজিত ওই প্রতিযোগিতার মাধ্যমে পইলে নৌকা বাইচের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। প্রায় এক যুগ পর পইলের হাওরে নৌকা বাইচ আয়োজনে সাড়া পড়ে গ্রামের আবাল বৃদ্ধ বণিতা সকলের মধ্যে। উৎসবের আমেজে জেগে ওঠে গোটা পইল ইউনিয়ন। পুরুষের পাশাপাশি বিপুল সংখ্যক মহিলা ও শিশু দর্শকের উপস্থিতি জানান দিয়ে যায় গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কতটুকু গভীরে প্রোথিত রয়েছে নৌকা বাইচের আবেদন। এনাম সংঘের সভাপতি ও পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মঈনুল আরিফের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে নৌকা বাইচে এড়ালিয়া, পূর্ব পইল, দেবপাড়া ও উত্তর পইল থেকে আগত নৌকা নিয়ে বাইচে অংশ গ্রহন করে স্বস্ব এলাকার মানুষজন। এ আয়োজন ভবিষ্যতেও চলবে বলে জানান আয়োজকগন।