Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পাঁচপাড়িয়া গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে পণ্ড

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের পাঁচপাড়িয়া গ্রামে এক  স্কুলছাত্রীর বাল্য বিয়ে পণ্ড করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) বিজন কুমার সিংহ এর নেতৃত্বে প্রশাসনের লোকজন কনের বাড়িতে গিয়ে গিয়ে এই বিয়ে পণ্ড করে দেন।
বাল্য বিয়ের শিকার স্কুলছাত্রী হলেন, পাঁচপাড়িয়া গ্রামের প্রবাসী আব্দুল আলীর কন্যা রিপা আক্তার (১৪)। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার সমসের আলীর ছেলে কাসেমের সাথে নির্ধারিত তারিখে গতকাল রোববার বিয়ের আয়োজন করা হয়। বিয়ের যাবতীয় কেনাকাটাসহ সব ধরণের আয়োজন সম্পন্ন করা হয়। এরই মধ্যে প্রশাসনের কাছে এই বাল্য বিয়ের খবর আসে। তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজন কুমির সিংহ ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তাঁরা বাল্য বিয়েটি বন্ধ করে দেন। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজন কুমার সিংহ জানান, বাল্য  বিবাহ বন্ধ করা হয়েছে। ভবিষ্যতে এ  ধরনের অভিযান অব্যাহত থাকবে।