Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে লোকনাথ সেবাসংঘের বার্ষিক উৎসব অনুষ্টিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা লোকনাথ সেবাসংঘের উদ্যোগে দুইদিন ব্যাপী ষোল প্রহর হরিনাম ও লীলাযজ্ঞ উৎসব ১৫ তম বর্ষ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে গত সোমবার রাতে আক্রমপুরস্থ লোকনাথ মন্দিরে শুরু হয়েছে। এতে কীর্তন পরিবেশন করেন বাগের হাটের মা যশোদা সম্প্রদায়, যশোরের অষ্টগোপী সম্প্রদায় গোপালগঞ্জের বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়, নড়াইলের গৌরী সম্প্রদায়, বি-বারিয়ার জীবমুক্তি সম্প্রদায়, সিলেটের ভাই ভাই সম্প্রদায়। উৎসব কমিটির সভাপতি বিধান ধরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক  রঞ্জিত চক্রবর্তী নান্টুর পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমপি মুনিম চৌধুরীর বাবু, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আলমগীর চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ আক্তার হোসেন ছুবা, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিলারা হোসেন আজাদ, নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ছাবির আহমদ চৌধুরী, কালীপদ ভট্রাচার্য্য, প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, সুবোধ মালাকার, সাধন চন্দ্র দাশ, নিতেশ চন্দ্র রায়, ধীরেন্দ্র মালাকার, বীরেন্দ্র মালাকার, নীলমনি সুত্রধর, নীলকণ্ট সুত্রধর, বিবন দেব বিভু, নীলমনি সুত্রধর, শংকর দেব, পরিতোষ বনিক, অঞ্জন পুরকায়াস্থ, বিভু আচার্য্য, পিন্টু রায়, চারু দেব, নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, প্রনব চন্দ্র দেব, মনিন্দ্র মালাকার, জ্যোতিষ দেব, কাজল রায়, অসীম বনিক প্রমূখ।