Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিআইডির কাছে আটক প্রতারক সাদিককে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকার ফাহিম ডিজিটাল স্টুডিও থেকে আটক দালালকে সিআইডি পুলিশ মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করেছে। গতকাল রবিবার বিকালে সিআইডি পুলিশ আটক দালাল সাদিকুর রহমান (২৫) কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এর আগে গত শনিবার রাত ৯টার দিকে সিআইডির এসআই জুয়েল সরকারের নেতৃত্বে পুলিশ ওই এলাকার ফাহিম ডিজিটাল স্টুডিও থেকে তাকে আটক করে। এ সময় মূলহোতা সদর উপজেলার দীঘলবাক গ্রামের রজব আলীর পুত্র ফয়ছল (৩০) পালিয়ে যায়। অভিযানকালে ওই প্রতিষ্ঠান থেকে কম্পিউটার, প্রিন্টার, বিভিন্ন কর্মকর্তার জাল সীল জব্দ করে সাদিককে আটক করে সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ খবর জানতে পেরে সাংবাদিকরা সিআইডির এসআই জুয়েল সরকারের নিকট তথ্য জানতে চাইলে তিনি তথ্য দিদে গড়িমশি করেন।
পরে সহকারি পুলিশ সুপার (সিআইডি) বসুদত্ত চাকমা জানান, দালালীর অভিযোগে সাদিককে আটক করা হয়েছে এবং তাঁর কাছ থেকে পাসপোর্টসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়। এ নিয়ে গতকাল রবিবার সংবাদ প্রকাশ হলে প্রশাসনে আলোচনা শুরু হয়। গতকাল রবিবার এসআই শামসুল হক বাদি হয়ে বাহুবল উপজেলার মিরপুর তিতার কোনা গ্রামের আব্দুর রহমানের পুত্র সাদিকুর ও সদর উপজেলার দীঘলবাক গ্রামের রজব আলীর পুত্র ফয়ছলসহ আরো ১ জনকে আসামী করে প্রতারণা ও জালিয়াতি মামলা দায়ের করেন।
তিনি জানান, আটক সাদিকুরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন ট্রাভেলসে বিভিন্ন কর্মকর্তার সীল জাল করে সত্যায়িতসহ জালিয়াতি করা হচ্ছে। ডিবি পুলিশ বেশ কয়েকটি ট্রাভেলস মালিককে আটক করে কম্পিউটারসহ জাল সীল জব্দ করে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করে। এরপর তারা জেল হাজত কেটে বেরিয়ে আসে এবং একই অপকর্ম করে আসছে। তাদের খপ্পরে পড়ে গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল মানুষ টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে ফিরছেন।
একটি সূত্র জানায়, পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মচারিরাও এর সাথে জড়িত রয়েছে।