Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে সরকারী চাল পাচারের ঘটনায় মামলা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ১০৫ বস্তা সরকারী চাল পাচারের ঘটনায় দুইজনকে মামলা হয়েছে। আসামীরা হলেন, উপজেলার চন্দনিয়া গ্রামের আতর আলীর ছেলে মো. তাহির মিয়া (৫২) ও আব্দাসনাদন সতান্দ গ্রামের মৃত জাফর উল্লার ছেলে ইউনুছ আলী (৩৫)। গত শনিবার বিকালে উপজেলার নন্দনপুর বাজারে একটি গোদাম থেকে এ চাল জব্দ করা হয়।
পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লামাতাসি ইউনিয়নের ভিজিডি ও ভিজিএফ-এর বরাদ্দকৃত সরকারী শীলযুক্ত চাল নন্দনপুর বাজারে ইউনিয়ন পরিষদ সংলগ্ন তাহির মিয়ার গোদাম থেকে চালের বস্তাগুলো উদ্ধার করে পুলিশ। ওইদিন রাতেই এঘটনায় থানার এসআই আব্দুর রহিম বাদী হয়ে গোদাম মালিক তাহির মিয়া ও ইউনুছ মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো.মাজহারুল হক বিষয়টি নিশ্চিত করে জানান ৫০ কেজি ওজনের ১০৫ বস্তা সরকারী চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।