Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জনকল্যাণ মূলক কাজে এগিয়ে যাচ্ছে অগ্রযাত্রা-সুলতান মাহমুদ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডঃ সুলতান মাহমুদ বলেন, সামাজিক সংগঠন অগ্রযাত্রা উপজেলার বিভিন্ন ধর্মিয় ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ করে সমাজসেবা ও জনকল্যাণ মূলক কাজে নজির স্থাপন করেছে। একটি গাছ একটি প্রাণ। কারণ গাছ পরিবেশের সবচেয়ে বড় বন্ধু। দুর্যোগ মোকাবেলায় ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিঃসন্দেহে এটি একটি ফলপ্রসু উদ্যোগ।
সামাজিক ও জনকল্যাণ মূলক কাজে অগ্রযাত্রার প্রতি আমার সহযোগীতা অব্যাহত থাকবে। গতকাল শনিবার বিকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে অগ্রযাত্রা উপজেলা শাখার আয়োজনে সমাজসেবা ও জনকল্যাণ মূলক কার্যক্রম নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অগ্রযাত্রা উপজেলা শাখার সভাপতি রুহুল আমিন শমসের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এম মুজিবুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা কাব্যকথা সাহিত্য পরিষদের সভাপতি কবি-সাহিত্যিক এম এ বাছিত, চৌধুরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আব্দুল মুহিত দুলু, শাহ তাজ উদ্দিন কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মোঃ ইছমত আহমেদ, সাবেক মেম্বার জুনেদ হোসেন, মুকিত চৌধুরী, আবুল বশর, আব্দুল মোতালিব, আকল মিয়া, আব্দুল আহাদ। এতে বক্তব্য রাখেন অগ্রযাত্রা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আলী হাছান লিটন, অগ্রযাত্রার যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাব্বিুল্লাহ রহেল, আয়ান ক্যাবল টিভি নেটওয়ার্কের পরিচালক আলমগীর আহমেদ, নুরুল আহমেদ, এনাম আহমেদ, শাহ মিসু আহমেদ, মোঃ লিংকন আহমেদ, আমির হামজা, কাকলী গোপ, সাংবাদিক আছমা জান্নাত মনি, মহিদুল ইসলাম জাফর চৌধুরী প্রমূখ।
নবীগঞ্জ উপজেলা অগ্রযাত্রার নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করে বলেন জনকল্যাণ মূলক কাজে অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে। আমরা এই সংগঠনের উত্তর-উত্তর সফলতা কামনা করছি।