Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদুত বাসের কান্ড ॥ সর্বস্ব হারিয়ে ফেলা বানিয়াচঙ্গের ব্যবসায়ীকে রাস্তায় ফেলে যাত্রা

স্টাফ রিপোর্টার ॥ নরসিংদীতে শাহিন চৌধুরী (৪০) নামের বানিয়াচংয়ের এক কাপড় ব্যবসায়ী অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন। ওই ব্যবসায়ী অগ্রদুত বাসযোগে হবিগঞ্জ থেকে নরসিংদীর বাবুর হাট যাচ্ছিলেন। বাস যাত্রীদের অভিযোগ অজ্ঞান পার্টির সদস্যদের সাথে বাসের চালক ও হেলপার জড়িত রয়েছে। ওই ব্যবসায়ীর ভাতিজা শুভ আহমেদ চৌধুরী জানান, বানিয়াচং উপজেলার শতমুখা গ্রামের মৃত জিলাই মিয়া চৌধুরীর পুত্র তাঁর পিতা শাহিন চৌধুরী দীর্ঘদিন ধরে সুজাতপুর বাজারে কাপড়ের ব্যবসা করে আসছেন। তিনি গতকাল শুক্রবার সকালে হবিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া (ঢাকা মেট্রো-ব-১১-৬৫৬৫) নম্বরের অগ্রদুত বাসে নরসিংদীর বাবুর হাটে রওয়ানা দেন। বাসটি নরসিংদী পৌছামাত্র ৪/৫ জনের যাত্রী উঠে। বাসটি ছাড়ার পর পাচঁদোনা এলাকায় পৌছুলে শাহিন চৌধুরীকে অচেতন করে কাপড় কেনার ১ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বাসের চালক ও হেলপার অচেতন অবস্থায় শাহিন চৌধুরীকে আড়াইহাজার উপজেলার পাচঁরুখি এলাকায় নামিয়ে চলে যায়। স্থানীয় লোকজন ওই ব্যবসায়ীকে রাস্তায় পড়ে থাকতে দেখে আড়াই হাজার থানার পাচরুখি এলাকার হাজি আব্দুল মালেক প্রধান মর্ডাণ হাসপাতালে ভর্তি করেন। এ সময় তাঁর পকেট থেকে বাড়ির ফোন নম্বর পেয়ে তাঁর ভাতিজা শুভকে খবর দেন স্থানীয় লোকজন। পরে শুভ ওই হাসপাতালে গিয়ে তাঁর চাচাকে উদ্ধার করে রাত ৯টায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।