Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ছড়ার পানিতে ডুবে নিহত শিশু রবিউলের নামে ব্যারিষ্টার সুমনের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে সেতু নির্মাণ

রায়হান আহমেদ, চুনারুঘাট থেকে ॥ সম্প্রতি পাহাড়ী ঢলে চুনারুঘাট উপজেলার পশ্চিম ডুলনা গ্রামের ভাঙ্গারপুল ছড়ার উপর পুরাতন একটি সেতু ধসে পড়ে। পারাপারের জন্য স্থানীয়রা তৎক্ষণাত বাঁশের সাঁকো তৈরি করেন। সাঁকো দিয়ে প্রতিনিয়ত এলাকাবাসী চলাচল করে। গত বুধবার স্কুল ছাত্র রবিউল সেই সাঁকো থেকে পা পিছলে ছড়ার পানিতে পড়ে মৃত্যুবরণ করে। এ খবর স্থানীয় ও জাতীয় পত্রিকাসহ ইলেকট্রিক মিডিয়ায় প্রকাশ হয়। এ মর্মান্তিক খবরটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এর নজরে পড়লে তিনি ঢাকা থেকে চুনারুঘাটে ছুঁটে আসেন। গতকাল শুক্রবার দিনব্যাপী স্থানীয় লোকজনদের নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তিনি সেখানে একটি কাঠের সেতু নির্মাণ করে দেন। এবং কাঠের ব্রীজটির নামকরণ করা হয়, “রবিউল সেতু।” পারাপারে ঝুঁকি ও কষ্ট লাঘবে কাঠের সেতুটি পাওয়ায় এলাকাবাসীর মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা লক্ষ করা গেছে। সেতুটি নির্মাণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম আনোয়ার, বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম চৌধুরী লিটন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, স্থানীয় মেম্বার মালেক মিয়া, যুবলীগ নেতা রফিক মিয়া, দুলাল মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সফিউল আলম সোহাগ, সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের ভাঙ্গারপুল ছড়ার উপর সাঁকো থেকে পা পিছলে পানিতে পড়ে রবিউল নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়।