Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মায়ানমারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে হবিগঞ্জ সাহিত্য পরিষদের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ রাসরূপী মানুষ খেকু মায়ানমার সরকার কর্র্তৃক নির্যাতিত নিপীড়িত সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীদের উপর স্বরণকালের হত্যাজজ্ঞ, গণধর্ষণ, শিশু, কিশোরী, যুবতিসহ নারী-পুরুষকে জীবন্ত পুড়িয়ে হত্যার প্রতিবাদে ‘হবিগঞ্জ সাহিত্য পরিষদ’ এবং ‘ভালবাসার গান কবিতা ও গল্প কথা’র  উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় সাইফুর রহমান টাউন হলের সামনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহিদের পরিচালনায় উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বৃন্দাবন সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ, সরকারী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাহান আরা খাতুন, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি তাহমিনা বেগম গিনী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব মমরাজ, কবি শরদিন্দুু ভট্রাচার্য্য টুটুল, কবি নন্দদেব রায় নানু, বাপার সাধারণ সম্পাদক তোফাজ্জুল সোহেল, কবি আবু সালেহ আহমেদ, কবি বাদল কৃষ্ণ বণিক, কবি কামাল আহমেদ, কবি রাজু বিশ্বাস, কবি অপু চৌধুরী, কবি মনসুর আহমেদ, কবি ইউনুস আকমান, সিবিএ নেতা শাহ জয়নাল আবেদীন রাসেল, শেখ উসমান গণি রুনি, ফয়েজ আহমেদ, কবি আব্দুল কাইয়ুম স্বপন, আবিদুর রহমান রাকিব, জাহিদ আহমেদ, আবু বকর চৌধুরী শান্ত, পলাশ রায় তুষার।
মৌছাক সাহিত্য পরিষদ ব্যাঞ্জন বর্ণ ক্লাব হবিগঞ্জ, তারুণ্য সোসাইটি, শাহজালাল ত্রাণ কাফেলা, রোটারেক্ট ক্লাব হবিগঞ্জ ও কবি সংসদ, চারু কন্ঠ হবিগঞ্জ, জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ শাখা, তরঙ্গ সাহিত্য পরিষদের সদস্যরা উক্ত মানবন্ধনে ত্রাণ সংগ্রহের ঘোষণা এবং মায়ানমারের সব পণ্য বর্জনসহ বিশ্ব খুনি অং শান সুচির শান্তি পুরস্কার ফিরে নেয়ার আহ্বান করা হয়।