Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ ॥ আহত ৭ সেনাসদস্য

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন ও ৭ জন সেনা সদস্য আহত হয়েছেন। বাহুবল উপজেলার মৌচাক নামকস্থানে ট্রাকের চাপায় সিএনজি যাত্রী আব্দুল হাই (৪০) নিহত হয়েছেন। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকাগামী একটি ট্রাক পুটিজুরীগামী সিএনজিকে চাপা দেয় এতে গুরুতর আহত হন আব্দুল হাই। আহত অবস্থায় আব্দুল হাইকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত আব্দুল হাই উপজেলার বড়ইউড়ি গ্রামের হাজী জারু মিয়ার পুত্র। এছাড়াও বাহুবল উপজেলায় হাফিজপুর নামকস্থানে ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর পিকআপ খাদে পড়ে ৭ জন সেনা সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, সার্জেন্ট সাহাজ মিয়া (৩৮), ল্যান্স কর্পোরাল আনোয়ার (৩৮), সৈনিক সাগর হোসেন (২৬), সানু মিয়া (২৬), হাসান মিয়া (৩৪), হামিদ মিয়া (২৭) ও মোঃ হোসেন (২৯)। স্থানীয় সূত্র জানায়, সেনাসদস্য বহনকারী পিকআপটি সিলেট যাচ্ছিল। হাফিজপুর নামকস্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পিকআপটি খাদে পড়ে যায়। এতে ৭ জন সেনা সদস্য আহত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত ৭ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেন।