Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে লন্ডন প্রবাসীর পরিত্যক্ত বিল্ডিং থেকে মহিলার লাশ উদ্ধার!

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাংলাবাজারের নিকটে বড়ভাঙ্গা নামক স্থানে নির্মিত লন্ডন প্রবাসীর পরিত্যক্ত বিল্ডিংয়ে (কমিউনিটি সেন্টারে) অজ্ঞাতনামা এক মহিলার লাশ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধায় স্থানীয় লোকজন লাশটি দেখতে পান। স্থানীয়দের দাবী ওই মহিলা (৪০) মানষিক ভারসাম্যহীন। রাত সাড়ে ৮টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। সরজমিনে গিয়ে এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায়, কয়েক বছর পূর্বে নবীগঞ্জ-শেরপুর সড়কে বড়ভাঙ্গা নামক স্থানে কমিউনিটি সেন্টার তৈরী করার উদ্যোশে একটি বিল্ডিং নির্মান করেন কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের লন্ডন প্রবাসী নিজাম উদ্দিন। দীর্ঘদিন ধরে এর নির্মান কাজ বন্ধ থাকায় পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে বিল্ডিংটি। গতকাল সন্ধ্যায় স্থানীয় এক লোক ওই বিল্ডিংয়ে এক মহিলার লাশ দেখতে পান। পরে ধীরে ধীরে মানুষ এসে ভীড় জমায়।
অনেকেই জানান, ওই মহিলা মানষিক ভারসাম্যহীন। ওই এলাকায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। তাদের ধারনা লাশটিকে শিয়ালে খেয়ে ক্ষত বিক্ষত করেছে। তবে কিভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে কেউই জানেনা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে ওসি (তদন্ত) এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।  স্থানীয়রা অভিযোগ করেনে, লন্ডন প্রবাসীর পরিত্যক্ত বিল্ডিংয়ে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম চলে আসছিল।
নিজাম উদ্দিনের ভাতিজা ওই বিল্ডিংয়ের কেয়ারটেকার আক্কাছ আলী জানান, এক বছর ধরে বিল্ডিং এর কাজ বন্ধ রয়েছে। তবে কিভাবে ঘটনাটি ঘটেছে তিনি তা জানেন না।
স্থানীয় ইউপি সদস্য আল-আমিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখে পুলিশকে খবর দিয়েছি। শুনেছি মহিলা পাগল।
থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে নিহত মহিলাটি মানষিক ভারসাম্যহীন এবং ওই বিল্ডিংয়ে প্রায়ই রাত্রিযাপন করতো, হয়তো মৃত্যুর পর থাকে শিয়ালে খেয়েছে। তবে ময়না তদন্তের রির্পোট আসার পরে মৃত্যুর কারনসহ বিস্তারিত জানা যাবে।