Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে স্কুল ছাত্রীর ছবি এডিট করে ব্ল্যাক মেইলের অভিযোগে যুবকের কারাদন্ড

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক স্কুল ছাত্রীর ছবি ফটোশপে এডিট করে নগ্ন বানিয়ে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাক মেইলের অভিযোগে সোহাগ মিয়া (১৮) নামে এক যুবককে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার এই দন্ডাদেশ দেন। সোহাগ মিয়া বাউশা ইউনিয়নের টুনাকান্দি গ্রামের বদরুল আলমের সন্তান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোহাগ মিয়া সম্প্রতি স্থানীয় তাজ উদ্দিন কোরেশী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীর ছবি তার মোবাইলে ধারন করে। পরে সেটি ফটোশপে এডিট করে নগ্ন ছবি বানায়। পরবর্তিতে সে ছবিটি ওই ছাত্রীর বান্ধবীদেরকে দেখিয়ে কু-প্রস্তাব দেয়। অন্যতায় সে ছবিটি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়।
বিষয়টি জানাজানি হলে বাউশা ইউনিয়নের চেয়ারম্যান আবু ছিদ্দিক ২ দিন পূর্বে ছবিটি ফেরত দেয়ার জন্য সোহাগ মিয়াকে অনুরোধ করলে সে এতে কর্ণপাত করেনি। পরে ছাত্রীর অভিবাবক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে বৃহস্পতিবার বিকেলে একদল পুলিশ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার সোহাগ মিয়াকে তাঁর বাড়ী থেকে নিয়ে এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের কারাদন্ড দেন এবং ছবিটি তাঁর মোবাইল থেকে মুছে দেন।
তিনি জানান, সোহাগ মিয়াকে সতর্ক করে দেয়া হয়েছে যাতে ভবিষ্যতে সে এ ধরনের কাজ না করে। তবে দন্ডাদেশ প্রাপ্ত সোহাগ মিয়া এবং তাঁর পরিবার এসব অভিযোগ মিথ্যা ও সাজানো বলে দাবী করেন। সে জানায়, তাঁর ইমু গ্র“পে জনৈকা স্কুল ছাত্রী ওই ছাত্রীর নগ্ন ছবি ছাড়ে। সে ইন্টারনেটে ছাড়েনি বলেও জানান।