Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে ইমামবাড়িতে মুসল্লিদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রেস বিজ্ঞপ্তি ॥ মিয়ানমারের আরাকান রাজ্যে নিরীহ রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে নবীগঞ্জ উপজেলার ইমাম বাড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় মুসল্লিরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে ইমাম বাড়ি বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুফতি মাওঃ লুৎফুর রহমান ও ক্বারী মনিরুজ্জামানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন খলিফায়ে মদনী আল্লামা আঃ মুমিন শায়খে।
প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহা-সচিব মাওঃ আবু ছালেহ সাদী।
বক্তব্য রাখেন, শায়খুল সাদী মাওঃ আতাউর রহমান, মাওঃ আব্দুস শহীদ, মাওঃ মোয়াল্লিমুল ইসলাম, মাওঃ আশিকুর রহমান, মুফতি লুৎফুর রহমান, মাওঃ আব্দুর রহমান, ক্বারী মনিরুজ্জামান, খাগাউড়া ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিম, মাওঃ নজরুল ইসলাম, মাওঃ আব্দুর রুপ ও মোঃ শফিকুন্নুর প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, মায়ানমারে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তা পৃথীবির ইতিহাসে আর নেই। তাদের এই বিপদে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে আসা শরনার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। সমাবেশে রোহিঙ্গাদের বাঁচাতে প্রয়োজনে বাংলাদেশের মুসল্লিরা রক্ত দেবে বলে প্রতিজ্ঞা করা করেন। এ সময় তারা বেশ কয়েকটি দাবী উত্তাপন করেন। দাবীগুলো হল, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবাসহ সর্বপ্রকার নিরাপত্তা দিতে হবে, মায়ানমারের সঙ্গে সব ধরণের সম্পর্ক ছিন্ন করতে হবে এবং মায়ানমারের সকল পণ্য বর্জন করতে হবে। সমাবেশ শেষে ইমামবাড়ি বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ মিছিলে হাজার হাজার মোসল্লি অংশগ্রহণ করেন।