Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রোহিঙ্গা নির্যাতন বন্ধ করতে জাতিসংঘ ও ওআইসি’র প্রতি জেলা যুব জমিয়তের আহ্বান

প্রেস বিজ্ঞপ্তি ॥ মায়ানমারে নিরপরাধ, নিরস্ত্র মুসলিম নর-নারী ও শিশুদের উপর পাশবিক-অমানবিক, হত্যা-নির্যাতন, ধর্ষন বন্ধে ও তাদের নাগরিক অধিকার প্রদানে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে জাতিসংঘ ও ওআইসি’র প্রতি হবিগঞ্জ জেলা যুব জমিয়ত নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন এবং মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক মহলে জোড়ালো উদ্যোগ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান। গতকাল সকাল ১০ টায় নুরুল হেরা কমপ্লেক্সস্থ জেলা কার্যালয়ে জেলা যুব জমিয়ত সভাপতি মুফতি আমীর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী বৈঠকে বক্তারা এ আহ্বান জানান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারী মাওলানা মামনুুনুল হক সাহেবজাদায়ে হবিগঞ্জী, সহ-সভাপতি মাওলানা নুরুল হক জামী, যুগ্ম সেক্রেটারী মাওলানা বশির আহমদ, সহ-সেক্রেটারী মাওলানা আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোয়াজ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল মুহিত খান, অর্থ সম্পাদক মাওলানা শাহ সাইফুল ইসলাম, সমাজসেবা সম্পাদক মাওলানা সাদিকুর রহমান মানিক, জেলা সদস্য হাফেজ শহীদুল ইসলাম, মাওলানা আলী আহমদ, মাওলানা কামরুল ইসলাম প্রমুখ। বৈঠকে আগামী ২০ সেপ্টেম্বর কক্সবাজারে আশ্রয়রত রোহিঙ্গা শরণার্থীদের জন্য জেলা যুব জমিয়তের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণের সিদ্ধান্তসহ সংগঠনের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।