Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উবাহাটায় নিজের জমিতে পুকুর খনন করে রোষানলের শিকার একটি পরিবার

Exif_JPEG_420

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার তাউশী গ্রামের আব্দুল মান্নান ওরফে সোয়া মিয়া ও তার দুই পুত্র বজলু মিয়া ও বাবুল মিয়া নিজের জমিতে পুকুর খনন করায় অন্যের রোষানলের শিকার এই পরিবারটি। নিজেদের পারিবারিক জমিতে ঘর বাড়ি ও পুকুর নির্মাণ করায় প্রতিবেশি কয়েকটি গ্রামের লোকজন যাদের ওই এলাকায় জমি নেই তাদের দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়েছে যা ভিত্তিহীন। তারা জানান, এলাকার পানি নিষ্কাশনের জন্য নিজের জমি দিয়ে ড্রেন নির্মাণ করেছি। এই ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে। পুকুরের আশপাশের সব জমিতেই ধান চাষ করা হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, পাশের একটি জমিতে বালিয়াড়ি গ্রামের সাবেক মেম্বার ফারুক মিয়া তার নিজের জমি খনন করে রেখেছেন। এলাকাবাসী জানায়, ওই জমির মাটি ইট ভাটায় বিক্রি করায় এতে বৃষ্টির পানিতে জমে থাকে।