Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মা-ছেলেসহ তিন মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মা-ছেলেসহ ৩ মাদক ব্যবসায়ীকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল দুপুর ২টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা খায়রুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান, উপ-সহকারী পরিদর্শক হিরন্ময় শর্মার নেতৃত্বে তাদের আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে এক নারীকে ৬ মাসের ও দুই যুবককে ২ বছর করে কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, তেলিয়াপাড়া বাগবাড়ি গ্রামের তারা মিয়ার স্ত্রী মিনারা বেগম (৫০) তাঁর ছেলে সাদেক মিয়া (২৮) ও তেলিয়াপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা খায়রুল আলম জানান, দুপুরের দিকে ২ কেজি গাঁজাসহ ওই ৩ জনকে আটক করা হয়। পরে তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান এর কার্যালয়ে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমান আদালত স্থাপন আদালতের বিজ্ঞ বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুখলেছুর রহমান আটক ৩ জনের মধ্যে মিনারা বেগমকে ৬ মাসের এবং তাঁর ছেলে সাদেক ও আব্দুর রাজ্জাককে ২ বছর করে কারাদণ্ডের আদেশ দেন।