Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ শতবছর পুরনো ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ৮ সেপ্টেম্বর শুক্রবার জাকজমকপুর্ণভাবে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রাক্তন  শিক্ষার্থীরা মাতিয়ে তুলেন বিদ্যালয় ক্যাম্পাস।
সকাল ৮টায় সরকারী উচ্চ বিদ্যালয়ে কেক কেটে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের শুরু হয়। র‌্যালী শেষে বিদ্যালয় ক্যাম্পাসে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। পরে এ ব্যাচের শিক্ষার্থীরা রওনা হন শ্রীমঙ্গলের নোভেম ইকো রিসোর্টে। সেখানে পৌছার পর শুরু হয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগীতা ও র‌্যাফেল ড্র। দুপুরের খাবারের পর ঢাকা থেকে আগত ডিজে ব্ল্যাক গ্র“পের মন মাতানো গানে প্রাক্তন শিক্ষার্থীরা উল্লসিত হয়ে উঠেন। এ আনন্দ চলে সন্ধ্যা পর্যন্ত। সবাই যখন হবিঞ্জের উদ্দেশ্যে ফিরে আসার সিদ্ধান্ত নিল, তখন বাঁধ সাধেন জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী। তিনি সহপাঠীদের বললেন অনেক বছর পর পুনর্মিলনী হয়েছে, তাই রাতের খাবারও এখানেই সেরে যাব। সবার একই সুর। শুরু হয় রাতের আয়োজন। খাবারে আগে চলে একধাপ হইহুল্লার। রাতের খাবার শেষে ক্লান্ত দেহ নিয়ে সবাই রওনা হয় হবিগেঞ্জর উদ্দেশ্যে।