Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মুসলমান রোহিঙ্গা নির্যাতন বন্ধের দাবিতে নবীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মিয়ানমারের আরাকান রাজ্যে অং সাং সুচি সরকারের নিরাপত্তা বাহীনির বর্বর ও নৃশংস গণহত্যা, ধর্ষন, বাড়ি ঘরে অগ্নি সংযোগ ও লোটপাট বন্ধের দাবিতে নবীগঞ্জ বাংলাবাজার এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে স্থানীয় বাংলাবাজারে বিভিন্ন গ্রাম থেকে মিছিল সহকারে দলে দলে আসতে থাকে সাধারণ জনতা। উক্ত বিক্ষোভ মিছিল বাংলাবাজার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাওঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে মোঃ আরজু ও রুবেল মিয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, মাওঃ কাউসার আহমেদ, মাওঃ সিদ্দেক, মাওঃ জিল্লুর, ক্বারী আব্দুল মুমিন, মুফতি সাদিকুর রহমান, মাওঃ আবু সালেহ, মাওঃ রফি, মাওঃ আব্দুর রকিব হক্কানি, কাজি হাসান আলী, মাওঃ মুহিবুর রহমান, মাওঃ লুৎফুর রহমান। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন তারেক আহমেদ, সাগর হুসাইন, আবুল কালাম, সুফিয়ান। এ সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় স্কুল, কলেজ ও মাদরাসা ছাত্র ছাত্রীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার সহস্রাধিক জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রতিবাদ সভায় বক্তরা বলেন সুচি সরকার অমানবিক কাজ করছে, রোহিঙ্গাদের উপর গণহত্যা চালিয়ে কলঙ্কিত হচ্ছে। অসহায় মুসলমান রোহিঙ্গাদের প্রতি বিশ্ব নেতাদের সহানুভূতি দেখানোর আহ্বান করেন।